হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নবী (সঃ)-এর রেখে যাওয়া পবিত্র "কোরআন ও তাঁর আহলে বাইত" ....এই দুটি বস্তু সমপর্যায়ের ভারী মূল্যবান দুই বস্তু ৷
আল্লাহর হাবিব হযরত মুহাম্মাদ (সঃ) আরো বলেছেনঃ "আলীর ভালোবাসায় মানুষ যদি এক হতো তাহলে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করতেন না ৷"
এই বাংলার বুকে বাংলার মানুষেহ মধ্যে যাতে নবীপাকের আহলে বাইতের ভালোবাসা সৃষ্টি হয় এবং মানুষের মধ্যে ঐক্য পয়দা হয়, তারজন্য এই জেলা জেলা সফর,
নবীপাকের আহলে বাইতের মাধ্যমেই ঐক্য সম্ভব ৷
তাই সেই মূল্যবান বস্তুর বার্তা নিয়ে আলোচনা চলছে আসমের ধুবড়ী জেলার এক ভাইয়ের গৃহে ৷
যেখানে BSF সহ স্কুল শিক্ষক আহলে বাইতের উপরে একিন ও বিশ্বাস এনেছেন ৷
তাদের হাতে বই পত্র পত্রিকা তুলে দেওয়া হলো এবং আগামী প্রজন্মের অগ্রগতির লক্ষ্যে ইসলামিক লাইব্রেরী খোলার আবেদন রাখা হলো ৷
রেনেসা পাবলিশারের পক্ষ্য হতে তাদের বই জোগান দেওয়ার আশ্বাসও দেওয়া হলো ৷
এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া